ঊষার আলো ডেস্ক: বিপুল উৎসাহ, উদ্দিপনা ও হাজারো ভক্ত সমাগমের মাধ্যমে নগরীর গল্লামারী আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতান্য মহাপ্রভুর ৫৩৫তম আবির্ভাব তিথি বা দোল উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল থেকে ভক্তারা মন্দির জড়ো হতে থাকে এবং রঙের উৎসবে মেতে ওঠে। দুই দিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা ট্যাক্সেস আপিলাত ট্রাইবুনালের কর কমিশনার প্রশান্ত কুমার রায়। বিকেলে উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, সন্মানিত অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের এ্যাটাসি মনোজ কুমার পান্ডে, বিশেষ অতিথি ছিলেন কুয়েটের আই. ই. এম. বিভাগের প্রধান মিহির রজ্ঞন হালদার, অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইসকনের প্রধান উপদেষ্টা অধ্যাপক শ্রীপাদ তপচৈতন্য দাস ব্রহ্মচারী। আলোচনা শেষে পূজাপাঠ,মাঙ্গলিক অনুষ্ঠানসহ ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।