ঊষার আলো ডেস্ক : শনিবার (২৭ মার্চ) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার যৌথসভা নগরীর পাওয়ার হাউজস্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি মুফতি আমানুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় ২৮ মার্চ রবিবার দেশব্যাপী হেফাজত ইসলামের সকাল সন্ধ্যা হরতালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক সমর্থন করায় রবিবারের আহুত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর র্যালী স্থগিত করা হয়েছে পাশাপাশি গত ২৬ মার্চ নগরীর বায়তুন নুর মসজিদ চত্বরে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে পুলিশিবাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, শেখ হাসান ওবায়দুল করিম, হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মুফতি ইমরান হুসাইন, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, ফেরদাউস গাজী সুমন, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতি আমিরুল ইসলাম, মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, রবিউল ইসলাম তুষার, জি এম কিবরিয়া, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব শফিউল ইসলাম, আলহাজ্ব আমজাদ হুসাইন, সরোয়ার হুসাইন বন্দ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, শ্রমিকনেতা গাজী মুরাদ হাসান, যুবনেতা আলহাজ্ব আবুল কাশেম, মোঃ মেহেদী হাসান, ইমরান হুসাইন মিয়া, মোমিনুল ইসলাম নাসিব, ছাত্রনেতা ইব্রাহীম ইসলাম আবীর।
সভায় হাটহাজারী ও ব্রাক্ষনবাড়িয়ায় শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।