UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলন দৌলতপুর থানার সম্মেলন অনুষ্ঠিত 

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দৌলতপুর থানার সহ-সভাপতি  মুহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান এর সঞ্চালনায় শুক্রবার (২৩ শে ফেব্রুয়ারী) বিকাল ৩টায় দৌলতপুর বেবিস্টান্ড সংলগ্ন আইএবি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন দৌলতপুর থানার সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, সেক্রেটারী আলফাত হোসেন লিটন, ইসলামী ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি মুহা.মাহদী হাসান মুন্না, অর্থ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ আতিক হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার আলম গাজী, মুহা: তানভীর, সাজ্জাদ হোসেন, মুহা: ইবরাহীম, মুহা: শাহরিয়ার।
আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ আমজাদ হোসেন, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার হোসেন, মাও:ওহিদুজ্জামান, নাসির হোসেন।
সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৪ সালের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে মুহাম্মাদ রাকিবুল হাসান, সহ-সভাপতি মুহা: নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে মুহা: শাহরিয়ার তাজের নাম ঘোষণা করেন।