ঊষার আলো ডেস্ক : শুক্রবার (২২ জুলাই) খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মুহা. মঈনউদ্দীনের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ঈদ পুণর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহাবুব হোসেন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মুফতী মাহবুবুর রহমান ও নগর সেক্রেটারি শেখ মুহাম্মাদ নাসির উদ্দীন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি ইনামুল হাসান সাঈদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি মুহা. ইব্রাহীম ইসলাম আবির, জেলা সহ-সভাপতি আবু রায়হান, ফরহাদ মোল্লা, মাহাদী হাসান মুন্না, মোঃ আব্দুল্লাহ, আব্দুল্লাহ মুহাম্মাদ রাগিব, আবুল কাসেম, শাকিল খলিফা, হাবিবুল্লাহ মিসবাহ, ইউসুফ গাজী, মুহা. সাদ, ইমরান হুসাইন, উসমান, নাসির, মেশকাত আতিক হাসান, উসামা আবরার, মাসুম বিল্লাহ, আল-আমিন সহ সকল খুলনা মহানগরের কর্মীবৃন্দ।