UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা ২১ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা

koushikkln
নভেম্বর ১৯, ২০২১ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

  ঊষার আলো ডেস্ক : শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৮টায় বড়বাজার অস্থায়ী কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগরীর সদর থানার আওতাধীন ২১ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান ওয়ার্ড সভাপতি মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ রিপন শেখ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কাশেম, সেক্রেটারী আব্দুর রহমান সবুজ, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা সদর থানা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, সেক্রেটারী মোঃ দেলোয়ার হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা সদর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ রুস্তম আলী, মোহাম্মদ আবদুল আউয়াল, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ মানিক হাওলাদার, মোঃ মাসুদ রানা, মোহাম্মদ মনির খান, মোঃ আবুল মুন্সি, মোহাম্মদ জাকারিয়া, মোঃ আব্দুস সালাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আব্দুল মালেক বখতিয়ার, আব্দুল মালেক, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আমির হোসেন, মোঃ শুকুর আহমেদ, মুহাম্মদ আবদুল জব্বার, মোঃ রাজু আহমেদ, মোহাম্মদ এরশাদ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন কমিটির পরিচিতি ও শপথ বাক্য পাঠ করান।
পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।