UsharAlo logo
মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ই-ক্যাবের সভাপতি পদ ছাড়লেন শমী কায়সার

ঊষার আলো
আগস্ট ১৪, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই চলছে পদত্যাগের হিড়িক। সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন দেশের ই–কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) সভাপতি শমী কায়সার।

মঙ্গলবার সংগঠনের প্যাডে ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর লেখা এক চিঠির মাধ্যমে পদত্যাগ করেন এক সময়ের তারকা এই অভিনেত্রী। পদত্যাগপত্রটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার অনুরোধও জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে শমী কায়সার উল্লেখ করেছেন, ‘বর্তমানে নিজের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ই–ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করছি এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্রটি কার্যকর করার অনুরোধ করছি। নির্বাচনের আগপর্যন্ত কার্য পরিচালনা চলমান রাখার জন্য আমার অবর্তমানে বর্তমান ইসি (ই–ক্যাবের নির্বাহী কমিটি) দায়িত্ব পালন করবে।’

এর আগে, ২০১৮ সালে প্রথমবারের মতো ই–ক্যাবের সভাপতির দায়িত্ব পান শমী কায়সার। ২০২২ সালে নির্বাচনের মাধ্যমে ২০২২–২৪ মেয়াদের সভাপতি নির্বাচিত হন শমী। ই–ক্যাবের ২০২৪–২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৭ জুলাই। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল তারা। তবে দেশের পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়। আর এবার আনুষ্ঠানিকভাবে এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

ঊষার আলো-এসএ