UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে ভিড় সেলুনে,ব্যস্ত ব্যবসায়ীরা

koushikkln
জুলাই ৮, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ঈদের মাত্র আর একদিন বাকি। ১০ (জুলাই) রবিবার খুলনাসহ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহার। মুসলমানেরা সৃষ্টিকর্তার প্রতি বলিয়ান হয়ে পশু কোরবানির মধ্য দিয়ে পালন করবে বৃহৎ উৎসব। ঈদকে ঘিরে খুলনা মহানগরীর পাড়া-মহল্লার অলিগলিতেঈদ  চলছে ঈদের আমেজ। সবখানেই বইছে সাজ সাজ রব, ঈদ  ঈদ উৎসব।
আসন্ন ঈদকে ঘিরে কোরবানির পশু কেনা, পোশাক কেনার পাশাপাশি নিজেকে পরিপাটি করে তুলতে সকল বয়সী মানুষ ভিড় জমাচ্ছে নগরীর সেলুনগুলোতে। তাই ঈদকে সামনে রেখে চরম ব্যস্ত সময় পার করছে সেলুন ব্যবসায়ীরা।
সরেজমিনে, শুক্রবার ( ৮ জুলাই) নগরীর ডাকবাংলা, শিববাড়ী, নিউমার্কেট, সোনাডাঙ্গা, নিরালা, ময়লাপোতা, বয়রা, বৈকালি, খালিশপুর, দৌলতপুর, রেলিগেট, ফুলবড়ীগেট, শিরোমনি, ফুলতলাসহ স্হানীয় এলাকার সেলুনগুলোতে চলছে চরম কর্মযঞ্জ।সেলুন মালিক তপন কুমার দাস জানান, প্রতি বছর দুই ঈদের  সপ্তাহ খানেক আগে কাজের চাপ বাড়ে। বাচ্চা হতে শুরু করে সব বয়সি মানুষ পরিপাটি হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। ঈদের দিন সকাল পর্যন্ত বিরতিহীন কাজ করতে হয়। অধিকাংশ ক্রেতা পরিপাটি শেষে বকশিস দেয়।

পরিপাটি হতে আসা আকতারুজ্জামান বলেন, ঈদের সময় সিরিয়াল দিতে হয় চুলদাড়ি কাটার জন্য। সেলুনে চরম ভিড়। সেলুন মালিকরা বলেন, সিরিয়াল আছে দেরি হবে।  কিছুই করার নেই, দেরিতে সে চুল কাটাতে হয়। ঈদ আসলেই চুল দাড়ি কাটা নিয়ে ভোগান্তির শিকার হতে হয়।

রাতুল জানান, বাচ্চাকে নিয়ে এসেছে চুল কাটার জন্য।  সিরিয়ালের লম্বা লাইন। এমনিতেই ঘরে ঘরে জ্বর সর্দি। তারপর আবার লম্বা লাইনে পরে বাচ্চা দরদর করে ঘামছে। উপায় নেই চুল কাটাতে হবে, তাই ভোগান্তি পার করে চুল কাটিয়ে নিয়ে গেলাম।