কেইউজের মে দিবসের আলোচনা সভায় বক্তারা
ঈদুল আজহা উদযাপনের পূর্বে সাংবাদিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আহবান জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ১মে বৃহস্পতিবার বেলা ১১ টায় সংগঠনের কার্যালয়ে মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের –বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কৌশিক দে বাপী, সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, মিলন হোসেন, সাগর সরকার, গাজী মনিরুজ্জামান, জাহিদুর রহমান, এম এম নুর হাসান জনি, হাসানুর রহমান তানজীর, কামরুল আহসান, বাপ্পী খান, হেলাল মোল্ল্যা, সোহেল রানা, ইমাম হোসেন সুমন, একরামুল হোসেন লিপু, শশাংক স্বর্ণকার প্রমুখ।
সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশদভাবে আলোচনা করা হয়।
ঊআ-বিএস