ঊষার আলো রিপোর্ট : মহামারি করোনাভাইরাসের ২য় ওয়েভে এবার ক্ষতিগ্রস্ত ৫০ লাখ অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার চিন্তা করছে সরকার। প্রতিটি পরিবারকে ২৫শ’ টাকা করে দেওয়া হবে। ঈদের আগে মোবাইলের মাধ্যমে সুবিধাভোগী পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এ অর্থ পৌঁছে দেওয়া হবে বলে অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি আরও জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় করোনার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ঈদ উপহার দেওয়ার পাশাপাশি আরও ৩টি প্রণোদনা প্যাকেজ উদ্বোধন করবেন শেখ হাসিনা।
(ঊষার আলো-আরএম)