শেখ বদরউদ্দিন : বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর এক জরুরী সভা বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালি জুট মিলের ১ নং গেটে অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক এ্যাজাক্স জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি মোঃ বক্তিয়ার সিকদার , আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সভাপতি কাবিল আহম্মেদ, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, শ্রমিক নেতা নিজামউদ্দিন, আমির মুন্সি, মোঃ বাবুল প্রমুখ । সভায় মহসেন, সোনালি এ্যাজাক্স , আফিল জুট মিল সহ ব্যক্তিমালিকানা সকল জুট মিল শ্রমিকদের বকেয়া মুজুরি সহ চুড়ান্ত পাওনা পরিশোধের জোর দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ । এ ছাড়া আগামি ১৮ জুলাই রবিবার খুলনা জেলা প্রশাসক ও বিভাগিয় শ্রম পরিচালকের নিকট স্বারকলিপি প্রদান করা হবে বলে জানান শ্রমিক নেতারা ।