UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থান পতনে লেনদেন চলছে

pial
এপ্রিল ২৮, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদের আগে শেয়ারবাজারে শেষ লেনদেন। এদিন সূচকের উত্থান পতনের মধ্যদিয়ে লেনদেন চলে। বেলা ১ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ছয় হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এছাড়া লেনদেনেও বেশ ধীরগতিতে চলছে। এসময় ডিএসইতে লেনদেন হওয়ার কোম্পানিগুলোর মধ্যে ১০৪টির দর বেড়েছে ও কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

অন্যদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে। আলোচ্য সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে মোট ১৯ হাজার ৫১৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৯টির দর বেড়েছে ও কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

(ঊষার আলো-এফএসপি)