UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের পূর্বে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ ও মিল চালুর দাবি

koushikkln
জুলাই ৩, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঈদের পূর্বে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ ও রাষ্ট্রীয় মালিকানায় মিল চালু এবং আধুনিকায়নের দাবিতে রবিবার (০৩ জুন) সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাগরিক নেতা এড. কুদরত-ই খুদা ও পরিচালনা পরিচালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল হক খান, গাজী নওশের আলী, এইচ এম শাহাদাৎ, আনিসুর রহমান মিঠু, আব্দুল করিম, এড. এম এম রুহুল আমিন, আফজাল হোসেন রাজু, সোহরাব হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ২৫টি পাটকল বন্ধের দীর্ঘদিন পরে কয়েকটি পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে, কিন্তু আজ অবধি আরও কয়েকটি পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। এ বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা আর্থিক দুরাবস্থার কারণে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে। তাদের ছেলেমেয়েদের মুখে ঠিকমত খাবার তুলে দিতে পারছে না, লেখাপড়া বন্ধ হয়েছে। বৃদ্ধ পিতা-মাতার ওষুধ কেনার পয়সা নেই।

বক্তারা যে সকল মিলে শ্রমিকদের পাওনা রয়েছে ঈদের পূর্বে তাদের সকল পাওনা পরিশোধ এবং রাষ্ট্রীয় মালিকানায় মিল চালু করার দাবী জানান। সভায় অপর এক প্রস্তাবে শ্রমিকদের বকেয়া পরিশোধ ও রাষ্ট্রীয় মালিকানায় মিল চালুর দাবিতে আগামী ০৬ জুলাই দুপুর ১২টায় খুলনা সিপিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের কর্মসূচি গ্রহণ করা হয়।