UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নতুন চমক আনছে মাইক্রোসফট

usharalodesk
জুন ৩, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নতুন চমক আনছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ভার্চুয়াল ডেভেলপার কনফারেন্সে প্রতিষ্ঠানের সিইও সত্য নাডেলা জানান, খুব শিগগিরই উইন্ডোজের পরবর্তী জেনারেশন লঞ্চ করা হবে। এই নতুন আপডেটের পরে ডেভেলপারস এবং ক্রিয়েটরদের জন্য আর্থিক সুযোগেরও নতুন ক্ষেত্র তৈরি হবে।

অন্যদিকে উইন্ডোজ নতুন আপডেটের পরে উইন্ডোজ অ্যাপ স্টোরে এবার থার্ড পার্টি অ্যাপ স্টোরকেও অনুমতি দেবে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে সত্য নাডেলা আরও জানান, আমি গত কয়েকমাস ধরে নিজে এ প্রোজেক্টে কাজ করছি। আগামী জেনারেশনের উইন্ডোজ নিয়ে আমি সত্যিই খুব উৎসাহী। আর আমরা ডেভেলপাররা প্রতিশ্রুতি দিচ্ছি যে নতুন আপডেট উইন্ডোজ ডেভেলপারদের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা তৈরি করবে। তাছাড়া আমরা সেসব ক্রিয়েটরদের স্বাগত জানাবো যারা ইনোভেটিভ।

জানা যায়, কয়েক মাস ধরেই মাইক্রোসফ্ট তার অ্যাপ স্টোরটি আপডেট করার উপরে কাজ করছে। সাথে একই মাইক্রোসফট বেসিক অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসও বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আরও থার্ড পার্টি কমার্স প্লাটফর্মস অ্যাপে নিয়ে আসতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফট অ্যাপ স্টোরে থার্ড পার্টি ডেভেলপাররাও নিজেদের অ্যাপ তৈরি করে তাতে লিস্ট করতে পারবেন।

(ঊষার আলো-এফএসপি)