UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চ রক্তচাপ পরীক্ষা ও সনাক্তকরণ কর্মসূচি পালন করবে কেসিসি

koushikkln
আগস্ট ২১, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা নগর স্বাস্থ্য ভবনে উচ্চ রক্তচাপ পরীক্ষা ও সনাক্তকরণ কর্মসূচি বিষয়ক এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। ফলে শহর থেকে গ্রামে সকল েেত্র সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে। নগর অধিেেত্র এই স্বাস্থ্যসেবা আরো সম্প্রসারণের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

সিটি মেয়র  রবিবার (২১ আগস্ট) সকালে নগরীর শেরেবাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে উচ্চ রক্ত চাপ পরীা ও সনাক্তকরণ কর্মসূচি বিষয়ক এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন-এর ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

প্রথম ধাপে মহানগরীর ৩, ৬, ১২, ১৫, ১৭, ২২, ২৫ ও ৩১ নং ওয়ার্ড এলাকার নগর স্বাস্থ্য কেন্দ্রসমূহে উচ্চ রক্তচাপ পরীা ও সনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হবে। ১৮ বছরের উর্ধ্বের বয়সী যে কোন ব্যক্তি এখানে উচ্চ রক্তচাপ পরীক্ষা করাতে পারবেন। ২২ আগস্ট সোমবার থেকে ২২নং ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় সিটি মেয়র আরো বলেন, সেভ দ্যা চিলড্রেন দেশের শিশু স্বাস্থ্যসেবা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে অসহায় শিশু ও নারীরা এই সংস্থার মাধ্যমে নানাভাবে উপকৃত হচ্ছে। নগর অধিেেত্র যে সকল সংস্থাসমূহ স্বাস্থ্যসেবায় কাজ করছে তাদের কার্যক্রম আরো সম্প্রসারণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মোঃ আলী আকবর টিপু; শিা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান; সংরতি আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

সভায় ‘‘উচ্চ রক্তচাপের ঝুঁকি জানুন, সুস্থ থাকুন’’ শীর্ষক প্রতিপাদ্যের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেভ দ্যা চিলড্রেন-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ডা. ফাইজা রাহেলা ও সংস্থার জনস্বাস্থ্য বিষয়ক স্পেশালিস্ট ডা. দেওয়ান ইমতিয়াজ রহমান। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।