ঊষার আলো প্রতিবেদক : স্বেচ্ছাসেবামূলক সংগঠন উদীয়মান যুব সমাজের উদ্যোগে কফিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পরে খালিশপুর আরাবিয়া জামে মসজিদ প্রাঙ্গনে উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত ব্যক্তির জন্য নির্মিত কফিন আরাবিয়া জামে মসজিদ কমিটির হাতে তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদীয়মান যুব সমাজের সাধারণ সম্পাদক মোঃ একরামুল ইসলামের পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, দৈনিক সময়ের খবর এর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, সংরক্ষিত কাউন্সিলর পারভীন আক্তার, দৈনিক পূর্বাঞ্চল এর সিনিয়র ফটো সাংবাদিক এম এ হাসান, বিশ্বাস প্রপার্টিস এর সিও আজগর বিশ্বাস তারা, খালিশপুর থানা আওয়ামী লীগ নেতা মোঃ গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আরাবিয়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও উদীয়মান যুব সমাজের সকল সদস্যবৃন্দ। কফিন বিতরণ অনুষ্ঠান শেষে মহামারি করোনা থেকে রক্ষা পেতে দেশবাসীসহ উদীয়মান যুব সমাজের উপদেষ্টা ও খুলনা সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
(ঊষার আলো-এমএনএস)