UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা চেয়ারম্যান বাদশার বিরুদ্ধে উপজেলা আ’লীগের একটা অংশের সংবাদ সম্মেলন

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

 দলীয় পদ থেকে অব্যহতির দাবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে রূপসা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ এমন অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফ ম আব্দুস সালাম।লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা গত ২৬ ফেব্রুয়ারি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন। যা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের দানা বেঁধেছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরই আওয়ামী লীগ সভানেত্রীর সকল সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এছাড়া কামাল উদ্দিন বাদশা একজন বয়জ্যেষ্ঠ মানুষ হওয়ায় তার সাংগঠনিক কর্মকান্ডে অক্ষমতার পরিচয় দিয়ে আসছেন। যার ফলে রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙ্গে পড়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্তকে অমান্য করা এবং দলীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে মিথ্যাচার করা দলীয় শৃংঙ্খলা পরিপন্থী। এমতাবস্থায় কামাল উদ্দিন বাদশাকে দলের পদ থেকে অব্যাহতি প্রদানে দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। যে কারণে পরপর তিনবার তাকে দলীয় মনোনয়ন দেয় হয়েছে। সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের কখনো কোনো ধরণের ভয়-ভীতি ও হুমকি দেননি।
সংবাদ সম্মেলনে সরকারি বঙ্গবন্ধু কলেজের অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ অধ্যাপক সরদার ফেরদৌস আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম-সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,

দপ্তর সম্পাদক আক্তার ফারুক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-অাহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ইউপি চেয়ারম্যান মোল্লা ওহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ,, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।