UsharAlo logo
বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে দৌলতপুর বাজারের নির্বাচন সম্পন্ন : চলছে ভোট গণনা

মোঃ আশিকুর রহমান
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

# গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করাতে সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ প্রার্থীদের # নির্বাচনের শেষ পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন : ওসি দৌলতপুর 

উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশ ও কঠোর নিরাপত্তা এবং  কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই  সোমবার (১৭ ই ফেব্রুয়ারি) স্থগিত হওয়া দৌলতপুর বাজার বণিক সমিতি (রেজি:নং-২৫১০)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন সুসম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে মৎস্য চান্দিনাতে ভোটারদের ভোট গ্রহণ চলে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, ২৫১৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ২৩৬১ ভোট , যার হার ৯৪ শতাংশ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি অপ্রত্যাশিত কারণে গত ৩ ফেব্রুয়ারি (সোমবার) দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচন স্থগিত হয়ে যায়। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠতব্য নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রমাণ করা ও উপহার দেয়া আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। যে কারণে নির্বাচনটি যাতে প্রশ্নবিদ্ধ না হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ভোটারদের ছবি যুক্ত আই.ডি কার্ড সম্পন্ন করাসহ ভোটারদের কাছে কার্ড পৌছে দেওয়া হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নির্বাচনী কেন্দ্র ও  এলাকায়  পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে, নির্বাচনী সকল কার্যক্রম স্ক্রীন পর্দার মাধ্যমে পরিদর্শন করা হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য দায়িত্বশীল মনিটরিং সেল সার্বক্ষণিক নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষন করেছেন। প্রতিটি পদের প্রার্থীদের নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। আশা করি এবারের নির্বাচনকে প্রার্থীসহ দৌলতপুরবাসীর কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উপহার দিতে আমরা সক্ষম হয়েছি।

ব্যবসায়ী রেজাউল জানান, আমরা যেমনটি চেয়েছিলাম, ঠিক তেমন একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে নির্বাচন পরিচালনা কমিটির ও প্রশাসন। এমন নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা সকলে খুব খুশি এবং আনন্দিত। আশা করি যারা নির্বাচিত হবেন তারা আমাদের ও বাজারের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন।

ভোটার ও চা বিক্রেতা মীর হোসেন জানান, খুব সুন্দর পরিবেশে বাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা যেমনটি চেয়েছিলাম ঠিক তেমন হয়েছে। এমন নির্বাচন উপহার দেওয়ায় নিঃসন্দেহে নির্বাচন পরিচালনা কমিটি ও প্রশাসন প্রশংসা পাওয়ার দাবিদার। যারা নির্বাচিত হবেন, তাদের প্রতি প্রত্যাশা থাকবে ব্যবসায়ী ও বাজারের উন্নয়নে যেন তারা কাজ করেন।

ভোটার ও কসমেটিক্স ব্যবসায়ী কামরুল হোসেন এরশাদ জানান, গত ৩ ফেব্রুয়ারী নির্বাচন সম্পন্ন হওয়ার কথা থাকলেও ছবিযুক্ত ভোটার কার্ডকে কেন্দ্র করে প্রার্থীদের অনাস্থার মুখে পড়ে ভোট স্থগিত হয়ে যায়। এরপর ১৭ ফেব্রুয়ারী (সোমবার) পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। নির্বাচন পরিচালনা কমিটি ও প্রশাসন দায়িত্বের সাথে আইন শৃঙ্খলাসহ সার্বিক দিকে   বিশেষ তদরকি চালিয়েছেন। যে কারণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিস্টদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি যারা নির্বাচিত হবেন তাদের প্রতি প্রত্যাশা

তারা যেন বাজার ও ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করা পাশাপাশি চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত একটি বাজার উপহার দেন।

সভাপতি প্রার্থী শেখ কামাল হোসেন জানান, আমি প্রার্থী হিসাবে  অত্যন্ত খুশি, কঠোর নিরাপত্তা ও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য। তাদের এই কার্যক্রম যেন ভোট গণনার শেষ পর্যন্ত থাকে এমন প্রত্যাশা করি। বিশ্বাস রাখি ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাঃ সম্পাদক প্রার্থী এমএম জসিম জানান, আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন পরিচালনা কমিটিসহ প্রশাসনের প্রতি যাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে দৌলতপুর বাজার বণিক সমিতি নির্বাচন একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনে  পরিণত হয়েছে। তাদের সকল কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসা করার দাবিদার। ভোট গণনা শেষ পর্যন্ত এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এমন প্রত্যাশা করি।

আমি নির্বাচিত হয় বা না হয়, আমি দৌলতপুর বাজারের সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী, শ্রমজীবি ও ভোটারদের পাশে অতিতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি নির্বাচিত হলে এই সম্ভবনাময় বাজারের সর্ব্বোচ উন্নয়নের জন্য কাজ করবো।

দৌলতপুর বাজার বণিক সমিতি এডহক কমিটির আহ্বায়ক শেখ ইমাম হোসেন জানান, আমরা চেষ্টা করেছি দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে সকলের কাছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার। এমন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যা যা করণীয় সব করেছি। বিবেচনা করবেন দৌলতপুরবাসী, প্রার্থী ও ভোটাররা।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মুশার্রফ হোসেন জানান, ছবিযুক্ত ভোটার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে গত, ৩ ফেব্রুয়ারীর নির্বাচন স্থগিত হয়ে যায় । গতকাল (১৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠতব্য নির্বাচনটি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রমাণ করা ও উপহার দেয়া আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। যে কারণে নির্বাচনটি যাতে প্রশ্নবিদ্ধ না হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় তার জন্য  সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা পর্যন্ত  আমরা এবং প্রশাসন কঠোর অবস্থানে থাকবো।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনের  শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। নির্বাচনী কেন্দ্র বা এলাকায় কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অনুষ্ঠতব্য নির্বাচনে ১০টি পদের বিপরীতে ভোটের মাধ্যমে ১৮ জন প্রার্থী নির্বাচিত হবেন। আরো উল্লেখ্য, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও এডহক কমিটির আহ্বায়কসহ ২৪ জন সদস্য নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।

ঊআ-বিএস