ঊষার আলো ডেস্ক : ভারতের উড়িষ্যার গুনপুরে দেখা মিলেছিল ব্যতিক্রমী ধরনের এক বাদুড়। সেখানকার স্থানীয় বন দফতরের কর্মীরা জানিয়েছেন, এটি একটি বিরল প্রজাতির বাদুড়।
জানা যায়, বিশেষ প্রজাতির এই বাদুড়ের নাম হল পেইন্টেড ব্যাট। ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশে এই প্রজাতির বাদুড়ের দেখা মেলে। চীনেও এই প্রজাতির খোঁজ পাওয়া যায়।
এখন আমরা সবাই সাধারণত কালো রঙের বাদুড় দেখে অভ্যস্ত। তবে এই প্রজাতির বাদুড়ের রঙ একেবারেই আলাদা। হলুদ ও কালো রঙের এই বাদুড় দেখলে মনে হবে কেউ যেন রঙ তুলিতে এঁকে দিয়েছে তাকে।
এর আগে এই একই প্রজাতির বাদুড় দেখা যায় কেরালায়। এরা সাধারণত ছোট পোকামাকড় খেয়ে থাকে।
(ঊষার আলো-এফএসপি)