UsharAlo logo
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় এ বছর সেরা করদাতার সম্মাননা পাচ্ছেন যারা

ঊষার আলো রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে ও কর অঞ্চল খুলনার আয়োজনে এবছরও খুলনাসহ বিভাগের দশ জেলায় সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হবে।

চারটি ক্যাটাগরিতে প্রত্যেক জেলায় ৭ জন করদাতা এই সম্মাননা পাবেন। ক্যাটাগরিগুলো হল সর্বোচ্চ করদাতা ৩ জন, দীর্ঘমেয়াদি করদাতা ২ জন, তরুণ সর্বোচ্চ করদাতা ১ জন এবং সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা ১ জন। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের দশ জেলায় মোট ৭৭ জন করদাতাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে।

আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা পাবলিক কলেজের অডিটরিয়ামে  এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ। খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ আতিকুর রহমান, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

২০২২-২৩ করবর্ষে সেরা করদাতার সম্মাননা পাচ্ছেন যারা 

খুলনা সিটি কর্পোরেশন  এলাকায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জিয়াউল আহসান ও খান সাইফুল ইসলাম।  দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন এইচ.এম. শামসুদ্দিন ও সুফিয়া খানম।  তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী মোঃ শহিদুল ইসলাম এবং সর্বোচ্চ নারী  কর প্রদানকারী হলেন সাহিদা আনোয়ার।

খুলনা জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে জয়দেব মণ্ডল, মো: বদরুদ্দোজা, আ: জব্বার গাজী। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন শেখ মনজুরুল হক ও শেখ সালাউদ্দিন। তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: সাহিদুর রহমান। সর্বোচ্চ নারী  কর প্রদানকারী হয়েছেন মহাসিনা শিরিন।

যশোরে সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ মইনুল আলম টুলু, মোঃ আব্দুস শামীম ও বিপ্লব  কুমার দাস । দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন  ডা: মো: মোস্তানিছুর রহমান ও মো: নূরুল আমিন। তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: আলমগীর কবির সুমন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী মোসা: নাজমুন্নাহার ।

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ শহিদুল হক মোল্লা, মোছা: সাইফুন্নাহার আক্তার শাম্মী,  দিলীপ কুমার আগারওয়ালা। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন  মো: তৈয়ব আলী ও নারায়ণ চন্দ্র রামেকা। তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: ওসমান গনি রতন। সর্বোচ্চ নারী  কর প্রদানকারী হলেন সবিতা আগারওয়ালা ।

মাগুরায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ আজিজুল হক, মো: খবির আহম্মেদ ও মো: মেহেদী হাসান রাসেল। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন  সৈয়দ জুলফিকার আলী ও মীর মাসুদ আলী । তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মীর রাশেদুল ইসলাম সুমন । সর্বোচ্চ নারী  কর প্রদানকারী হলেন সুপ্তি হক।

সাতক্ষীরায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মো: জাহাঙ্গীর হাসান, সুকুমার দাস ও জি.এম. খোরশেদ আলম । দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মো:আব্দুর রহমান ও শেখ মতিয়ার রহমান। তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মীর শাহীন হোসেন। সর্বোচ্চ নারী  কর প্রদানকারী মোছা: তানজিলা খাতুন ।

বাগেরহাটে সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মো: সোহেল কবির, শেখ নুরুল ইসলাম খোকা ও শেখ লিয়াকত হোসেন। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মিশন কুমার সাহা ও জমাদ্দার মোজাফফর হোসেন। তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: জুয়েল হোসেন। সর্বোচ্চ নারী  কর প্রদানকারী হলেন পপি আক্তার।

নড়াইলের  সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন যথাক্রমে মো: গিয়াসউদ্দিন খান, অলক কুমার কুন্ডু ও সিকদার তোফায়েল  আহমেদ। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন সুকদেব কুন্ডু ও রাজকুমার বিশ্বাস। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: আশরাফুল ইসলাম । সর্বোচ্চ নারী  কর প্রদানকারী হলেন শিল্পী রানী কুন্ডু ।

কুষ্টিয়ার সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মো: পারভেজ রহমান, মো: শামসুর রহমান ও মো: মিজানুর রহমান। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন সরজিত কুমার বসু ও মো: শাহজাহান  আনসারী। তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: শামীম হাসান। সর্বোচ্চ নারী  কর প্রদানকারী হলেন মিসেস রোকাইয়া জামান ।

ঝিনাইদহের সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মো: কাইয়ুম শাহরিয়ার জাহেদী, মো: মিজানুর রহমান মাসুম ও কাজী মাহবুবুর রহমান। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মো: আব্দুর রাজ্জাক ও সুবল চন্দ্র সাহা । তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: রেজাউল ইসলাম সোহাগ। সর্বোচ্চ নারী  কর প্রদানকারী হলেন মোছা: রহিমা খাতুন ।

মেহেরপুরের সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মো: আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মো: শাহবাজ উদ্দিন, মো: নাদিম ইকবাল । দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মো: শরিফুল ইসলাম, মো: জামাল উদ্দিন । তরুণ পুরুষ  সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মো: আশিকুল হক । সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন মনিরা নাজমা ।

ঊআ-বিএস