UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের হজে উড়ন্ত ট্যাক্সি চালাবে সৌদি আরব

usharalodesk
মে ১১, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সৌদি আরবের পরিবহণ ও রসদ সরবরাহ মন্ত্রী সালেহ আল-জাসার জানিয়েছেন, এই বছরের হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন পরীক্ষামূলক ব্যবহার করা হবে। শুক্রবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনগুলো তৈরির জন্য বিভিন্ন পরিবহণ সংস্থাগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে। দিন দিন এই ক্ষেত্রটি জনপ্রিয় হয়ে উঠছে।

সৌদি আরবের পরিবহণ ও সরবরাহ মন্ত্রণালয়ের জন্য এই নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হওয়া থেকে শুরু করে এগুলোর ব্যবহার করার সবচেয়ে ভালো উপায়টি খুঁজে দেখা গুরুত্বপূর্ণ বলে জানান আল-জাসার।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। প্রতিবছর মাত্র একবারই মক্কার পবিত্র কাবা শরিফে হজ হয়। এ বছর হজ হতে পারে ১৪ জুন। তবে হজের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে জিলক্বদ মাসের চাঁদ ওঠার মাধ্যমে।

আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য জীবনে অন্তত একবার হলেও হজ করা ফরজ বা অত্যাবশ্যকীয়।

ঊষার আলো-এসএ