UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন কমিটির ১৬ নেতাকর্মীর পদত্যাগ

koushikkln
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : এবার পাইকগাছার বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদক সহ ছাত্রদলের ১৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

 

পদত্যাগকৃতরা হলেন, দেলুটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল গাজী, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল গাজী, সাধারণ সম্পাদক আনিচ শেখ, সোলাদানার সাধারণ সম্পাদক কুদ্দুস গোলদার, যুগ্ম-সম্পাদক ফেরদাউস গাজী, লস্কর কমিটির সভাপতি রাসেল মিস্ত্রী, সিনিয়র সহ-সভাপতি ইনজামামুল সানা, যুগ্ম-সম্পাদক শুভ গাজী, চাঁদখালীর সভাপতি রুহিন সরদার, সিনিয়র সহ-সভাপতি তামিম, সহ-সভাপতি সাব্বির আহম্মেদ, গদাইপুরের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, গড়ইখালীর সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।

এর আগে কমিটিতে মাদক পরিবারের সদস্য অন্তর্ভূক্ত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা কমিটির কয়েকজন পদত্যাগ করেন। এসব কমিটি বাতিল পূর্বক যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীদের দিয়ে সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি-সম্পাদক সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন পদত্যাগকারী নেতারা।