UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার পিৎজা গেলো মহাকাশে

ঊষার আলো
আগস্ট ১৫, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মার্কিন মহাকাশ কোম্পানি নর্থরোপ গ্রুম্যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সর্বশেষ যেসব পণ্য পাঠিয়েছে তাতে সাতজনের জন্য পিৎজাও রাখা হয়েছে। গত মঙ্গলবার কোম্পানিটির সিগনাস কার্গো রকেটে করে এসব পণ্য পাঠানো হয় বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

এপি বলে, সর্বশেষ চালানে মোট ৮ হাজার ২’শ পাউন্ড বা ৩ হাজার ৭’শ কিলোগ্রামের পণ্য পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এতে আছে তাজা আপেল, টমেটো এবং কিউয়ি। মার্কিন মহাকাশ সংস্থা নাসার হয়ে ১৬তম বারের মতো পণ্য মহাকাশে পাঠাল নর্থরোপ গ্রুম্যান। যদিও এটিই সবচেয়ে বড় কোনো সরবরাহের চালান।

(ঊষার আলো-এফএসপি)