UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার বাজারে বাড়লো পেঁয়াজের ঝাঁজ

koushikkln
অক্টোবর ১৩, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দ্রব্যমূল্যেও বাজারে এবার ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। দীর্ঘদিন পর এই পন্যতে কেজি প্রতি দাম বেড়েছে ৫-১০ টাকা। ৪০ টাকা কেজির পেঁয়াজ এখন বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নি¤œ ও নিদিষ্ট আয়ের মানুষেরা।

খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও দাম বেড়ে গেছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে মুরগির দাম।
বাজারে পেঁয়াজ কিনতে এসে ক্রেতারা পড়ছেন বিপাকে। ক্রেতারা বলছেন, বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই, তার পরও হঠাৎ করে কেজিতে ১০ টাকা বেড়ে গেল। বিক্রেতারা পেঁয়াজ নিয়ে কারসাজি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন বলেও তাদের অভিযোগ। বাজারসংশ্লিষ্টরা বলছেন, পণ্যটির দাম বাড়ার পেছনে কারসাজি আছে কি না দেখতে হবে।
বৃহস্পতিবার নগরীর বড়বাজার, সোনাডাঙ্গা পাইকারী বাজার, নিউ মার্কেট ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা।

অন্যদিকে ব্রয়লার মুরগিরও দাম বেড়েছে বাজারে। অন্যান্য নিত্যপণের দামে তেমন পরিবর্তন নেই।
বাজারের পাইকারি ও খুচরা পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, ‘দুই-তিন দিন ধরেই পেঁয়াজের দাম বাড়তি। পাইকারিতে এখন পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। ’

ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারে পেঁয়াজের বস্তাপ্রতি (৫০ কেজি) ২৫০-৩০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। যার কারণে খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

অপরদিকে হিলি বন্দরেও বেড়েছে দাম। কেজিতে ৮-১০ টাকা বেড়েছে গত তিন দিনের ব্যবধানে। পাইকারিতে এখন ইন্দোরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকা কেজি দরে এবং নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা কেজি দরে। আগে বন্দরে ইন্দোর পেঁয়াজ বিক্রি হয়েছিল ২২-২৪ টাকা এবং নাসিকের পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭-২৮ টাকা কেজি দরে।

হঠাৎ করে পেঁয়াজের এই দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারকরা বলেছেন, ‘ভারতে পেঁয়াজ উৎপাদিত এলাকাগুলোতে বন্যা হওয়ায় সেখানে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। এ কারণে ভারতের মোকামগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহও কমেছে। কেজিপ্রতি ৮-১০ টাকা বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। আমদানি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়ছে। ’