নিজেদের ভুল হলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা এমন দেশ আর চাই না, যে বাংলাদেশে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। দাড়ি ধরে ধরে জেলে ঢুকানো হয়। কুরআন ও হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা চাই না, অযোগ্য শাসক আমাদেরকে শাসন করুক। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে।’
শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের মাহফিলে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা ছোট মানুষ। আমাদের বয়স ২৫ থেকে ২৭ বছর। এ বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি। বাসা থেকে ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে চলে। এ বয়সে আমাদেরকে দেশের সংস্কার করতে হচ্ছে। আমাদের ভুল হচ্ছে, ভুল করছি। আমরা দেখছি, শিখছি। আমাদের ভুল হলে আপনারা দেখবেন, আমরা সেটা থেকে শিখব। আপনাদের দেখানো পথে দেশকে এগিয়ে নিব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘রাষ্ট্র ও প্রশাসন কখনও আমাদের ঠিক করতে পারবে না। যদি না আমরা নিজেরা ঠিক না হই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘুস থেকে দূরে থাকবেন। তদবির কোনো ভালো জিনিস না। মনে রাখতে হবে, যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী।’
তিনি আরও বলেন, ‘৫-১০ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারব। কিন্তু আপনাদের হাতে যে একদিনের ক্ষমতা রয়েছে, সেই একদিনের ক্ষমতা যদি অপব্যবহার করেন তাহলে অপশাসনের দায়ভার আপনাকে নিতে হবে। নেতাকে দোষ দেওয়ার আগে, আমরা নিজের কাছে প্রশ্নবিদ্ধ হব। আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কর্মচারীর কাছে কখনও বিক্রি হইয়েন না।’
ঊষার আলো-এসএ