UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সাথে কেসিসির মতবিনিময়

koushikkln
অক্টোবর ৪, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি (এলজিসিআরআর)’ প্রকল্প খুলনা মহানগরীতে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী’র সাথে কেসিসি কর্মকর্তাদের এক সভা মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রকল্পের পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডি’র অধীন গৃহীত এ প্রকল্পের আওতায় ৭৫ কোটি টাকা ব্যয়ে খুলনা মহানগরীর হাসপাতাল, বাজার, কবরস্থান, শ্মশান ঘাট সংলগ্ন সড়কসমূহের উন্নয়ন করা হবে বলে সভায় জানানো হয়।

সিটি মেয়র সময়োপযোগী এ প্রকল্প গ্রহণ করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, কোভিড-১৯ মোকাবেলায় বর্তমান সরকারের গৃহীত কার্যক্রম দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। যথা সময়ে ভ্যাকসিন প্রদান, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা করায় ক্ষতি পুষিয়ে নেয়া সাধারণ মানুষের জন্য সহজ হয়েছে। গৃহীত প্রকল্প এ ক্ষেত্রে আরও অবদান রাখতে সক্ষম হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) শেখ মুজাক্কা জাহের, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।