ঊষার আলো ডেস্ক : দ্যা অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়ড অ্যাকাউট্যাটস (এসিসিএ) বাংলাদশ নতুন মেম্বারদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন করছে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় অনলাইন এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলর চেয়ারম্যান ড. মা: হামিদ উল্লাহ ভূঁইয়া। এছাড়া এসিসিএ বাংলাদেশের কাট্রি ম্যানজার মাঃ এহসানুল হক বাশার, বিশেষ অতিথি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, গেস্ট অব অনার সামিট কমিউনিকশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আরিফ আল ইসলাম, এসিসিএ বাংলাদেশের নতুন এবং বর্তমান মেম্বারসহ বিভিন সেক্টর থেকে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতি বছরর মতা এবারও আয়োজিত এ অনুষ্ঠানে ৬৪ জন নতুন এসিসিএ এবং ৩১ জন নতুন এফসিসিএ। মেম্বারদের এসিসিএ বাংলাদেশ স্বীকৃতি এবং সম্মাননা দিয়েছে। পাশাপাশি এসিসিএ মেম্বার অ্যাডভাকসি অ্যাওয়ার্ড ২০২০ জিতছেন মাহসনা খানম। অনুষ্ঠান এফআরসি ওয়ার্কিং গ্রুপ বিশেষ অবদান রাখার জন্য এসিসিএ মেম্বারদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অতিথিরা তাদের বক্তব্য এসিসিএ বাংলাদেশের বিভিন্ন উদ্যাগক স্বাগত জানান। দেশে দক্ষ প্রফেশনাল অ্যাকাউট্যাট তরি, সিএটি কায়ালিফিকশন চালু করাসহ দেশের অর্থনীতিত এসিসিএ এর ভূমিকার প্রশংসা করেন। এসিসিএ বাংলাদেশ থেকে সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ শাফায়াত আলী চয়ন একটি প্রজটশন উপস্থাপনা করেন। এছাড়া এফআরসির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আনোয়ারুল করিম, এসিসিএ বাংলাদেশের লার্নিং পার্টনারসহ উপস্থিত ছিলেন এসিসিএ বাংলাদেশের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ্ ওয়ালিউল মনজুর, এডুকেশন ম্যানেজার প্রমা তাপসী খান, মার্কেটিং ম্যানেজার আব্দুল্লাহ আল হাসান, বিজনেস সার্ভিস ও কমপ্লায়েন্স ম্যানেজার জিএম রাশেদ এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সৈয়দা সাদিয়া আফরোজ।
(ঊষার আলো-এমএনএস)