UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

pial
নভেম্বর ২৩, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল আজ বুধবার ‘এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’র অনুষ্ঠানিক উদ্বোধন করেন। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে তিনি প্রধান অতিথি হিসেব বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মো: সেলিম, ক্লাবের সিনিয়র সদস্য শেখ দিদারুল আলম, মোঃ হুমায়ুন কবীর, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য শেখ কামরুল আহসান, দেবব্রত রায়,  মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), শেখ ইলিয়াস আহমেদ, এস এম নূর হাসান জনি, আহমদ মুসা রঞ্জু, মো. খায়রুল আলম, মোহাম্মদ মিলন, এজাজ আলী, মোঃ আসাফুর রহমান কাজল, দীলিপ কুমার বর্মন, প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল কাদের, খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য আশরাফুল ইসলাম নূর, মো. জাকারিয়া হোসেন তুষার, মো. আজিজুল ইসলাম, মো. রকিবুল ইসলাম মতি, প্রবীর কুমার বিশ্বাস, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), মোঃ মেহেদী হাচান, শেখ ফেরদৌস রহমান, মোঃ সোহেল রানা, আমিরুল ইসলাম (বাবু), মো: রায়হান মোল্লা, মিলন হোসেন, মোঃ কলিন হোসেন আরজু, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিক ও অথিথিবৃন্দ।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে লীগভিত্তিক এই টুর্নামেন্ট আগামী ৪ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হবে।

ছবির ক্যাপশন : খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে ‘এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

(ঊষার আলো-এফএসপি)