UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এ্যাডঃ মঞ্জুরুল ইমাম হত্যা মামলা পুন তদন্ত দাবি নগর যুবলীগের

koushikkln
আগস্ট ২৫, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ মঞ্জুরুল ইমাম এর ১৯তম মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালন করেছে নগর যুবলীগ। বৃহষ্পতিবার (২৫ আগস্ট) সকাল নয়টায় দলীয় কার্যালয় হতে নগর আওয়ামী লীগের শোক র‌্যালীতে অংশগ্রহন করে সামসুর রহমান রোডস্থ এ্যাডঃ মঞ্জুরুল ইমাম স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নগরীর বয়রায় মরহুমের কবর জিয়ারত এবং পাশ্ববর্তী মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশগ্রহন করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগ নেতা এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন অভিজিৎ চক্রবর্তী দেবু, মহিদুল ইসলাম মিলন, মোস্তফা শিকদার,  মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাতসহ নগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, এ্যাডঃ মঞ্জুরুল ইমাম হত্যা মামলার পুনঃতদন্ত করে সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও বিস্ফোরক মামলার রায় দ্রুত কার্যকরের দাবীও জানান নেতৃবৃন্দ। এছাড়াও নেতৃবৃন্দ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর আওয়মাী লীগের শোক সভায় অংশগ্রহন করেন।