UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতার ভাস্কর্যে খুলনা প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পণ

koushikkln
মার্চ ৭, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও শেখ মো: সেলিম, সদস্য মোজাম্মেল হক হাওলাদার, ওয়াহেদ-উজ-জামান বুলু, মোস্তাকুজ্জামান, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দল মালেক, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আসাদুজ্জামান খান রিয়াজ, দীলিপ কুমার বর্মন, শেখ জাহিদুল ইসলাম, ইউজার সদস্য আল মাহমুদ প্রিন্স, শশাংক স্বর্ণকার, তিতাস চক্রবর্তী, কাজী ফজলে রাব্বি শান্ত, মোঃ হেলাল মোল্লা, মিলন হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।