UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ওএমএস ডিলারের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মামলা

koushikkln
এপ্রিল ১৭, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীতে ওএমএস ডিলার দুর্বৃত্তদের হামলায় শিকার হয়েছে। এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ডিলার খালিদ হোসেন নিজে বাদী হয়ে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। তবে আসামীরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না। এই নিয়ে বাদী ক্ষোভ প্রকাশ করেছেন।

এজহাওে উল্লেখ করা হয়, গত ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর টুটপাড়া বিনোদনী হাসপাতাল এলাকায় ওএমএস-এর চাল বিতরণ করার সময় বিসমিল্লাহের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত ডিলারের প্রতিনিধি কমল হোসেন শিমুলের ওপর চড়াও হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার কাছে থাকা পণ্য বিক্রির ৩০ হাজার টাকা ও গলার চেইন ছিনতাই করে নিয়ে যায়। দক্ষিণ টুটপাড়া বালুর মাঠ এলাকার বিসমিল্লাহ, মামুন, হেলালের নেতৃত্বে এ চক্রটি হামলা চালায়। ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এল দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় এ ব্যাপারে থাান পুলিশ না করার জন্য শাসিয়ে যায়। এ ঘটনায় কে হোসেন ফার্মের ডিলার ও খুলনা জেলা ১৪ দলের সাধারণ সম্পাদক জাসদ নেতা মোঃ খালিদ হোসেন বাদী হয়ে তিনজনের নামসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।