UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্কার্স পার্টি’র আইনজীবী কমিটি’র সভা

koushikkln
অক্টোবর ২৬, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র আইনজীবী কমিটি’র কেন্দ্রীয় কনভেনশনে অংশগ্রহণের জন্য বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ৪৪০নং কক্ষে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা আইনজীবী সাব-কমিটির এক সভা সংগঠনের আহ্বায়ক এ্যাড. কামরুল হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৯ অক্টোবর’২২ শনিবার সকাল ১০টায় ঢাকা সুপ্রীম কোর্ট বার অডিটরিয়ামে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র আইনজীবী কমিটি’র অনুষ্ঠিতব্য কনভেনশনে খুলনা জেলা থেকে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা আইনজীবীদের মধ্য হতে নির্বাচিত প্রতিনিধি অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অপর এক প্রস্তাবে খুলনা জেলা আইনজীবী সমিতি’র কার্যানির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ উপলক্ষে আইনজীবী সমিতি’র উন্নয়ন ও আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের প্যানেল এ্যাড. মোঃ সাইফুল ইসলাম-এ্যাড. এস এম তারিক মাহমুদ তারা পরিষদকে নিরংকুশ বিজয়ের জন্য সর্বাত্মক উদ্যোগের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমান, এ্যাড. মাইকেল ম-ল, এ্যাড. এম মোশাররফ হোসেন, এ্যাড. বরুণ কুমার ম-ল, এ্যাড. জাহাঙ্গীর সিদ্দিকী, এ্যাড. সুবীর ম-ল, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, এ্যাড. কৌশিক প্রমুখ।