ঊষার আলো ডেস্ক : খুলনা ওয়াসা কর্তৃক ১ সেপ্টেম্বর থেকে প্রায় ২৯ শতাংশ পর্যন্ত পানির মূল্যবৃদ্ধি অন্যায় ও অযৌক্তিক বলে দাবি করেছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, এহেন সিদ্ধান্ত বে-আইনীও বটে। পানির মূল্যবৃদ্ধির আগে কোনো গণশুনানীর ব্যবস্থা না করে খুলনা ওয়াসা গ্রাহক সেবা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে তুলেছে। খুলনা ওয়াসা বিশুদ্ধ ও চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে ব্যর্থতার পরিচয় দেয়া সত্বেও গ্রাহকদের অর্থের বিনিময়ে ক্রয় করা সেবা নিশ্চিত না করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অধিকার রাখে না। এটি রীতিমত গ্রাহকদের সাথে প্রহসন। এতে করে নি¤œ আয়ের মানুষ বেশি চাপের মুখে পড়বে। কারণ পানির মূল্যবৃদ্ধির সাথে সাথে বাড়ির মালিকরা বাড়িভাড়া বৃদ্ধি করবেন। নেতৃবৃন্দ এ অন্যায় ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান সাথে সাথে গ্রাহকদের যথাযথ সেবা নিশ্চিত করারও আহ্বান জানান। অন্যথায় সাধারণ গ্রাহকদের সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে বলে বিবৃতিতে বলা হয়।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের পক্ষে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।