UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুনিতে চিংড়িতে পুশ, জরিমানা আদায়

koushikkln
সেপ্টেম্বর ১১, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

কপিলমুনি সংবাদদাতা : কপিলমুনি শহরতলীর একটি মাছের ডিপোতে অভিযান চালিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে একতা ফিস মালিককে ১০ হাজার টাকা জরিমানাসহ, পুশকৃত মাছ নষ্ট করে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

কপিলমুনির পার্শ্ববর্তী হাউলী মোড় বাজারে অবস্থিত একতা ফিস (মৎস্য ডিপো) মালিক আফজাল হোসেন চিংড়িতে অপদ্রব্য পুশ করছেন এমন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান ওই মৎস্য ডিপোতে অভিযান চালান। এসময় ডিপোর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপদ্রব্য পুশ করা ৫ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান “চিংড়িতে পুশ করা মারত্মক অপরাধ। শুধু জরিমানা নয়, পরবর্তীতে এধরনের অপরাধের সাথে কেউ জড়িত থাকলে জেল এবং জরিমানা দুটোই হবে।”