নিজস্ব সংবাদদাতা,কপিলমুনি(খুলনা): কপিলমুনিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক খাদ্য বিষয়ক স্কুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পার সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, দৈনিক পূর্বাঞ্চল এর কপিলমুনি নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, আবু তালেব, আঃ হাই, নারায়ন দাশ প্রমুখ।
সেমিনারে খাদ্যের গুনাগুন, সঠিক মান বজায় রাখা ও ভেজাল মুক্ত খাদ্যের উপর আলোচনা করা হয়।