UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কপিলমুনিতে বদ্ধভূমি পরিদর্শণে প্রতিমন্ত্রী কে এম খালিদ

pial
আগস্ট ২, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

পলাশ কর্মকার, কপিলমুনি(খুলনা) : খুলনার কপিলমুনিতে বদ্ধভূমি ও স্মৃতি সৌধ পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী কে এম খালিদ এমপি।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কপিলমুনির কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এ স্থান পরিদর্শণ করেন। এসময় তাঁর সাথে ছিলেন, খুলনা-৬ আসমনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু প্রমূখ। এসময় মন্ত্রী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প স্তবক অর্পণ করেন।

(ঊষার আলো-এফএসপি)