নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা): কপিলমুনিতে মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, প্রাক্তন উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কেকেএসপি’র সাঃ সম্পাদক এম বুলবুল আহম্মেদ, বণিক সমিতির সাবেক সভাপতি নির্ম্মল মজুমদার, প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, সাংবাদিক এইচ এম এ হাশেম, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, ভোরের ডাকের মিলন দাশ, প্রভাষক তাপস কুমার সাধু, যুবলীগ নেতা সরদার জালাল, জগদীশ দে, শিক্ষক মিন্টু সাহা, শিক্ষক বিশ্বজিৎ দে প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বালিকা বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, অঙ্কন, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।