কপিলমুনি সংবাদদাতা : কপিলমুনি ইউপি’তে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় গণসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৬ নভেম্বর) বিকেল ৫ টায় ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) মোঃ ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, টেনিক্যাল স্কুলের অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপী, কেকেএসপি’র সাঃ সম্পাদক এম বুলবুল আহম্মেদ, পাইকগাছা উপজেলা সাংবাদিক সোসাইটির সহ সাঃ সম্পাদক পলাশ কর্মকার, এস আই সাজেদুল ইসলাম, ইউপি মেম্বর মোঃ ইউনুস আলী মোড়ল, ইউপি মেম্বর মোস্তাফিজুর রহমান মিন্টু। সভা সঞ্চালনা করেন ইউপি সচিব আঃ গনি।