UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কপিলমুনি প্রাথমিক বিদ্যালয় উপজেলায় সাফল্যের শীর্ষে

koushikkln
ডিসেম্বর ১৩, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

পলাশ কর্মকার, কপিলমুনি(খুলনা) : পাইকগাছা উপজেলায় বর্তমানে সাফল্যের শীর্ষে কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি এখন গোটা উপজেলায় আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে।

জানাযায়, ৮নং কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৭ সালে ১৬ শতক জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় ৫‘শ শিক্ষার্থী পড়ালেখা করে। ১২ জন দক্ষ শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে পাঠন দান করে থাকেন। শিক্ষকরা অধিকাংশ উচ্চ শিক্ষিত। ২০১৬ থেকে এ পর্যন্ত ৫ বার প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। জাতীয় শিক্ষা পদক ২০২২ এ উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা শীল উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন। সহকারী শিক্ষক ও পিটিএর সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শ্রেণী কক্ষগুলোতে প্রবেশ করলে দেখা যায়, কক্ষের দেওয়ালে মনিষীদের বাণী ও ছবি দ্বারা সু-সজ্জিত, এছাড়া শিক্ষকদের অফিসটিও দৃষ্টিনন্দন, উদারতার কর্ণার, শেখ রাসেল কর্ণার, লাইব্রেরী, শিশু অটিজম কর্ণার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার। করোনা কালের আগে সর্বশেষ ১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ৪৫ জন জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি ৯ জন ও সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তি পেয়েছে।

পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য তাপস সাধু বলেন, ‘বিদ্যালয়টিতে ঝরে পড়া নেই। শিক্ষকরা খুবই পরিশ্রমী, নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি ভাল। অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের পড়ালেখা নিয়ে নিয়মিত আলোচনা করা হয়। ভাল ছাত্র/ছাত্রী গড়ে তোলার জন্য চেষ্টা করছি।’

প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান বলেন, ১৬ সালে আমি প্রতিষ্ঠানটিতে যোগদানের পর শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছি। আশারাখি ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। কোমলমতি শিশুদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা চাই।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, বিদ্যালয়টিতে পড়া লেখা ও সার্বিক দিক বিবেচনায় সেরা হয়েছে।