UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কপোতাক্ষ নদ থেকে ১০০ কেজি ওজনের শিব মূর্তি উদ্ধার

koushikkln
আগস্ট ২০, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

কপিলমুনি(খুলনা) প্রতিনিধি :কপিলমুনিতে কপোতাক্ষ নদীতে মাছ ধরতে যেয়ে জেলের জালে একটি বিশালাকৃতির কালো পাথরের শিব মূর্তি আটকা পড়েছে। শিব মূর্তিটি উদ্ধার করে পাইকগাছা থানায় জমা দিয়েছেন ওই জেলে।

জানা যায়, শনিবার (২০ আগস্ট) দুপুর ১২ টার দিকে কপিলমুনির পার্শ্ববর্তী নোয়াকাটী গ্রামের মৃতঃ সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে জগদীশ চন্দ্র বিশ্বাস কপোতাক্ষ নদের গোলাবাটি এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তার পাটা জালে একটি বিশালাকৃতির পাথরের শিব মূর্তি আটকে যায়। যার আনুমানিক ওজন ১০০ কেজি। শিব মূর্তিটি নদীতে কোথা থেকে কিভাবে আসলো তা কেউ বলতে পারেনি। ওই শিব মূর্তিটি উদ্ধার করে তিনি পাইকগাছা থানায় জমা দিয়েছেন।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, জগদীশ নামের এক জেলে মাছ ধরাকালে শিব মূর্তিটি পান, সেটি উদ্ধার করে তিনি থানায় জমা দিয়েছেন। এটা আমরা জব্দ করেছি, তবে এটা কষ্টিপাথরের কিনা পরীক্ষা-নিরীক্ষা করে বোঝা যাবে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।