UsharAlo logo
বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

pial
আগস্ট ৩০, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় কবি নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ অগস্ট ২০২২ সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি, খুলনা মিলনায়তনে বিদ্রোহী নজরুল সাহিত্য পরিষদের সভাপতি শেখ আমজাদ হোসেন দাদাভাইয়ের সভাপতিত্বে এক আলোচনা ও কবি নজরুলের কবিতা আবৃৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা তেরখাদার ৩নং শেখপুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাঈদা পারভীন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও কবি সৈয়দ আলী হাকিম।

আলোচনায় অংশগ্রহণ করেন কবি সন্দ্বীপ কুমার ঘোষ, কবি ডাঃ মোঃ মহিউদ্দিন আহমেদ, মোঃ আল আমিন শেখ, মোঃ একলাচুর রহমান, মোঃ তৌহিদুর রসুল শিমুল। কবিতা আবৃত্তি করেন ঋত্বিক কুণ্ডু, অর্থি ইসলাম, আয়শা আক্তার রাইসা, অনুশ্রী দাস, পূজা দাস, নাবিহা আহমেদ, আরাফ আহমেদ, এশা প্রমুখ। উপস্থাপনায় ছিলেন আয়শা তাছনিম নির্জনা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাম প্রসাদ রায় (সুমন)।

(ঊষার আলো-এফএসপি)