UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া ছিলেন শ্রমিক অন্তপ্রাণ নেতা

koushikkln
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া ছিলেন শ্রমিক অন্তপ্রাণ নেতা। তিনি কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি। সারাদেশে পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে অবিচল থেকে লড়াই করেছেন। তাঁর আদর্শ বাস্তবায়ন শ্রমিক শ্রেণিকে মুক্তির পথ দেখাতে পারে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি শ্রমিক নেতা হাফিজুর রহমান স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার ( ১২ফেব্রুয়ারি) তাঁর পঞ্চম মৃত্যবাষির্কী উপলক্ষে খুলনায় নানা কর্মসূচিতে পালিত হয়।

বিকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা ও মহানগর ওয়ার্কার্স পাটির স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান। নগর সভাপতি শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লা এমপি।

বক্তারা আরো বলেন, কমরেড আমৃত্যু মাক্সবাদী আদর্শ বুকে ধারণ করেছেন। রাজনৈতিক জীবনে একাধিক বার মামলা-হামলা, প্রাননাশ হুমকিতে থেকেও আর্দশ থেকে পিছপা হননি। শ্রমিক-কৃষক মেহনতী মানুষের মুক্তির লড়াইয়ে অবিচল থেকেছেন। খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অধিকার আদায়েও তিনি ছিলেন প্রথম সারিতে। অহেলিত খুলনা অঞ্চলের উন্নয়ন, পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা মানুষ মনে রাখবে।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, নগর সাধারণ সম্পাদক ফারুক উল ইসলাম, কৃষক সমিতির নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য কৌশিক দে বাপী, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মনির হোসেন, খলিলুর রহমান, যুবমৈত্রীর রেজোয়ান হোসেন রাজা, ছাত্রমৈত্রীর বিকাশ মন্ডল প্রমুখ।
এর আগে সকালে প্রয়াত হাফিজুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।