UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করীমের মৃত্যুতে নগর যুবলীগের শোক

ঊষার আলো
জানুয়ারি ২৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অফিস সহকারি ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল করীম রাঢ়ী(৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। শনিবার গভীর রাত ৩টা পনেরো মিনিটে নগরীর শঙ্খ মার্কেটস্থ বাসভবন থেকে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও সহ-ধর্মিনীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

অন্যদিকে শনিবার (২৮ জানুয়ারি) বাদ জুম্মা নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের জানাযায় অংশ গ্রহন করেছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, ইয়াসিন আরাফাত, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, ইকবাল কবীর লিটন, কাঞ্চন শিকদার, মাসুম বিশ্বাষ, হারুন উর রশিদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, সোহান হোসেন শাওন, রাজেশ মাহমুদ, হিরন হাওলাদার প্রমুখ। জানাযা শেষে নেতৃবৃন্দ মরহুমের লাশে পুষ্ট স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

জানযা শেষে মরহুমের লাশ টুটপাড়া কবর স্থানে দাফন করা হয়েছে।