UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনামুক্ত ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি কাতারের

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : “বিশ্বজুড়ে নতুন ভাবে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন ফিফা আসন্ন ফুটবল বিশ্বকাপে গ্যালারিভর্তি দর্শক দেখতে চায়। তার জন্য করোনামুক্ত বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কাতার।

কাতারের এক সংবাদ সংস্থা গত শনিবার (১৭ এপ্রিল) দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি এমনটাই জানিয়েছেন।

তিনি জানান, কতার পরের বছর বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত ও আসর শুরুর আগেই দেশটিতে আগত বিভিন্ন দেশের দর্শক ও সমর্থকদের করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে।

কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সকলের ভ্যাকসিনের ব্যবস্থা করতে ভ্যাকসিন সরবরাহকারীদের সাথে আলোচনা চলছে। আমরা আশা করছি, আমরা একটি করোনামুক্ত ফুটবল বিশ্বকাপ উপহার দিতে পারব।’

(ঊষার আলো-এফএসপি)