ঊষার আলো প্রতিবেদক : খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপার্সম মোঃ শাহজালাল মোল্লা মিলন এর ছোট বোন জামাই রেজান চৌধুরী(৪০) ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজিউন)। শনিবার (২৪ জুলাই) দুপুরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বাদ মাগরিব টুটপাড়া কবরস্থানে মরহুমের নামাজের জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
নগরীর মৌলভীপাড়ার বাসিন্দা রেজান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছয় বছরের পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ঊষার আলো মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা।