UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা নিয়ে খুলনায় যেন চিকিৎসা বাণিজ্য না হয় সেদিক খেয়াল রাখতে হবে

usharalodesk
জুলাই ৯, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনা নিয়ে খুলনায় যেন চিকিৎসা বাণিজ্য না হয় সেদিক খেয়াল রাখতে হবে। মানবতার দৃষ্টিতে এই মহামারী মোকাবেলার দাবি জানিয়েছে জনউদ্যোগ, খুলনা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো যেন করোনা চিকিৎসা নিয়ে প্রতারণার সুযোগ না পায় সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। সেবার নামে ইতোমধ্যে যে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে তার তদন্ত করতে হবে। সরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে লুকোচুরির সংবাদ প্রকাশিত হয়েছে সেটি সঠিক হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। খুলনায় গড়ে ওঠা অক্সিজেন ব্যাংক গঠনের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে মানুষ মানুষের জন্য কাজ করতে চায়। তবে প্রশিক্ষণ ছাড়া এই অক্সিজেন পরিচালনা করা কতটুকু সমচিন হবে তাও বিবেচনায় আনতে হবে। বেসরকারি হাসপাতালগুলোর লাইসেন্স নবায়নসহ সরকারি নিয়ম নীতি অনুসরণ করছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রচারের পাশাপাশি আইনের প্রয়োগ বাড়াতে হবে। ঈদে যেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ না করতে পারে তার ব্যবস্থা করতে হবে। খুলনায় জরুরি ভিত্তিতে আরও একটি করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন এবং সরকারি করোনা হাসপাতালগুেেলা আসন সংখ্যা ও প্রয়োজনীয় লোকবল বাড়াতে হবে। বিবৃতিদাতা হলো জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।

(ঊষার আলো-আরএম)