UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৯৬

pial
অক্টোবর ২৬, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
কাজে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪১৬ জন অপরিবর্তিত রয়েছে।

আজ বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন।

২৪ ঘণ্টায় তিন হাজার ৯০৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৯১৩টি নমুনা। আর পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

(ঊষার আলো-এফএসপি)