UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মচাঞ্চল্য ফিরেছে এনবিআর-বন্দরে

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শাটডাউন প্রত্যাহারের পর সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আয়কর অফিস, কাস্টম হাউজ, ভ্যাট কমিশনারেটে কর্মচাঞ্চল্য ফিরেছে। আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা ভয় ও শঙ্কা নিয়ে কাজে যোগ দিয়েছেন। এতে টানা দুই দিন পর বন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়। এনবিআরেও সেবাগ্রহীতারা সেবা পেয়েছেন।

এনবিআর চেয়ারম্যান কর্মকর্তা-কর্মচারীদের সব কিছু ভুলে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, কাস্টম হাউজগুলোতে রোববার বিকাল থেকেই কাজ শুরু হয়েছে।

এর ফলে সবার মাঝে, বিশেষ করে ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। সকাল থেকেই এনবিআরের সব দপ্তরে কাজ শুরু হয়েছে। সব কাস্টম হাউজ, আইসিডি, ভ্যাট ও কর অফিসে সবাই কাজ করছেন। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই কাজ করব। যে কাজগুলো আছে, সেগুলো এগিয়ে নিয় যাব। আশা করি আমাদের আর বড় ধরনের সমস্যার মধ্যে যেতে হবে না। তিনি বলেন, অতীতে রেভিনিউ অফিসাররা যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, একইভাবে তারা কাজ করবেন।

সরেজমিন এনবিআর ও এর অধীনস্থ কয়েকটি অফিসে গিয়ে দেখা গেছে, অন্য স্বাভাবিক দিনের মতোই সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর সেবাদান চালু হওয়ায় সেবাপ্রত্যাশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবন ও সারা দেশের বিভিন্ন অফিসে এমন চিত্রই দেখা গেছে।

কাস্টমসে পণ্য ডেলিভারি শুরু হওয়ায় বন্দরসহ অন্য সংশ্লিষ্ট অফিসগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে আসে। তবে কাজে যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের চোখে-মুখে ভীতির ছাপ ছিল স্পষ্ট। শাস্তিমূলক বদলি বা সরকারি অন্য দপ্তরের আক্রোশের মধ্যে পড়ার কানাঘুষা ছিল সবার মাঝে।

অন্যদিকে এনবিআরের আওতাধীন সব দপ্তরের সব শ্রেণির চাকরিকে অত্যাবশকীয় সেবা ঘোষণা করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআরের আওতাধীন সব কাস্টম হাউজ, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনের সব শ্রেণির চাকরি সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক।

তাই অত্যাবশ্যক পরিষেবা অধ্যাদেশ অনুযায়ী এনবিআরের আওতাধীন সব দপ্তরের সব শ্রেণির চাকরি অত্যাবশকীয় সেবা ঘোষণা করা হলো।

চট্টগ্রাম: শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর থেকেই সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। রোববার রাত ৮টা থেকে কাস্টমস কর্মকর্তারা শুল্কায়ন কার্যক্রম শুরু করেন। তবে কাজের গতি ফিরেছে সোমবার সকাল থেকে। এদিন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার যেমন বন্দরে আসতে শুরু করে, তেমনি বন্দর থেকে আমদানি পণ্যের কনটেইনারগুলোও নেওয়া হয় ডিপোতে। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক হলেও যে জট তৈরি হয়েছে তা স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ বাড়তি সময় লাগবে। এখন জাহাজ কর্তৃপক্ষ অপেক্ষা না করলে এসব রপ্তানি পণ্য পাঠাতে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হবে। এরই মধ্যে সকালে একটি কনটেইনার জাহাজ রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে।

বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, শাটডাউনে ১৪ হাজার ৩৭১টি রপ্তানি কনটেইনার জমে গেছে ডিপোতে। বাইরে রপ্তানি পণ্য নিয়ে অপেক্ষমাণ আছে আরও প্রায় ৩ হাজার ৬০০ ট্রাক ও কার্ভাডভ্যান।

তিনি আরও বলেন, রোববার বন্দর জেটিতে থাকা তিনটি জাহাজ ৩ হাজার ৬৮০ একক রপ্তানি পণ্যভর্তি কনটেইনার নিয়ে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাস্টমসের কর্মসূচির কারণে শনিবার ও রোববার কোনো কনটেইনার ডিপো থেকে বন্দরে পাঠাতে পারিনি।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘রোববার রাত ৮টা থেকে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেছেন। এই হিসাবে ৩৮ ঘণ্টা পর বন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। জাহাজ থেকে কনটেইনার ওঠানামা, পণ্য খালাস এবং রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে আসা সবই স্বাভাবিক হয়েছে।’

বেনাপোল (যশোর): শাটডাউনের দুদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। সোমবার ৪ হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছে। পণ্য শুল্কায়ন ও খালাসের চাপ থাকায় কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে দেখা গেছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সকাল থেকে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু হয়েছে। দুদিন পণ্য খালাস বন্ধ থাকায় উভয় দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় ২ হাজার পণ্যবাহী ট্রাক। ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ওপারে।

বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, সকাল থেকে বেনাপোল কাস্টম হাউজে শুল্কায়ন ও পণ্য ডেলিভারি শুরু হয়েছে। শাটডাউনের রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এতে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসে।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট বেলাল হোসাইন জানান, কর্মসূচি প্রত্যাহারের ঘোষণায় সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫টি মাছের গাড়িতে করে প্রায় ২৫ টন এবং ৩টি ট্রাকে করে প্রায় ৯০ টন আটা ও ময়দা ভারতে রপ্তানি হয়েছে।

অবশ্য ‘কমপ্লিট শাটডাউন’ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সীমান্ত পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ ওসি আব্দুস সাত্তার।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য ফের শুরু হয়েছে। স্বাভাবিক গতি ফিরছে বন্দরে।

রাজস্ব আদায় ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা : অর্থবছরের শেষদিনে সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছে এনবিআর  চেয়ারম্যান আবদুর রহমান খান।

সোমবার সকালে তার দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে, এটা নিশ্চিত। কিন্তু যে রকম আশা করছিলাম, একটু হোঁচট খেয়েছি গত কদিনের কাজকর্মে। এনবিআর চেয়ারম্যান জানান, সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ (সোমবার) যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল (মঙ্গলবার) পাব।

এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে; যেটা আদায় হয়, সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। নরমালি জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে। ২-৩ সপ্তাহ লেগে যাবে চূড়ান্ত তথ্য আসতে।

ঊষার আলো-এসএ