UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কলাপাড়ায় গোপন ব্যালটে বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত

koushikkln
নভেম্বর ২৭, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া: কলাপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির উদ্যোগে নতুন বাজারস্থ দলীয় কার্যলয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিতা চোয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক হাজ্বী হুমায়ুন শিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি সহ-সাধারন সম্পাদক আকন কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মজিবর রহমান টোটন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী গোলাম সরোয়ার, বিএনপি নেতা বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাড.খন্দকার নাসির উদ্দিন, প্রমুখ।
জেলা বিএনপির, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে হাজ্বী হুমায়ুন শিকদারকে সভাপতি ও এ্যাভোকেট হাফিজুর রহমান চুন্নুকে সাধারন সম্পাদক নির্বাচিত করে কলাপাড়া উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।