UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কলাপাড়া থানা প্রাঙ্গণে দু:স্থ ও এতিমদের জাটকা ইলিশ বিতরণ

pial
নভেম্বর ৫, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ মন জাটকা ইলিশ সহ একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯-৩০০১) জব্দ করেছে মৎস্য বিভাগ। এসময় জাটকা পরিবহনের দায়ে ট্রাকের চালক স্বপন (৪২), সহকারী ওহিদুল (৪৬) ও লাইনম্যান রাজু (২৭) কে ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য এ কারাদন্ড প্রদান করেন। শনিবার (৫ নভেম্বর) ভোররাতে শেখ কামাল সেতুর টোল প্লাজায় মৎস্য বিভাগ ও কলাপাড়া থানা পুলিশ এ যৌথ অভিযান পরিচালন করেন, পরে বেলা এগারোটার দিকে থানা প্রাঙ্গনে এসব মাছ বিভিন্ন এতিমখানা ও দু:স্থদের মাঝে বিতরন করা হয়।

(ঊষার আলো-এফএসপি)