সৈয়দ রাসেল, কলাপাড়া: পটুয়াখালীতে ‘কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট’ উপকূলীয় এলাকায় ১৯৭০ -এর ১২ নভেম্বর মহা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গোর্কি’র তান্ডবে নিহতদের স্মরণে শুক্রবার (১১ নভেম্বর) রাত ৮ টায় মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালন করে।
কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক (মনোহরি পট্টিতে) মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠিত হয়। ওই সময় সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ রাসেল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট, কলাপাড়া সহ দক্ষিণাঞ্চলের সকল উপকূলীয় অঞ্চলে ১৯৭০ সনের ১২ নভেম্বর ভায়াল কালরাত্রিতে মহা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গোর্কি’র তান্ডব লীলায় কলাপাড়ায় লক্ষাধিক উপকূলবাসীর প্রাণ কেড়ে নেয়, তাই মহামারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে -শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক (মনোহরি পট্টিতে) ১১ নভেম্বর শুক্রবার রাত ৮ টায় মোমবাতি প্রজ্জ্বলন শেষে এক মিনিট নীরবতা পালন করে এবং ১২ নভেম্বর শনিবার একই স্থানে সকাল ১১ টায় স্মরণ সভা ও নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং উপকূল দিবস -২০২২ পালনের দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।